পটুয়াখালীতে চুরির অপবাদে কিশোরকে গাছের সাথে শিকল দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন

news paper

সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী

প্রকাশিত: ১৪-৫-২০২২ দুপুর ১:৩৯

37Views

পটুয়াখালীর গলাচিপায় ৮৫ হাজার টাকা চুরির অপবাদ দিয়ে ১৬ বছরের এক কিশোরকে গাছের সাথে শিকলে বেঁধে তিন দিন যাবৎ অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মধ্যযুগীয় কায়দায় এ নির্যাতনের ভিডিও গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনার পর থেকে ওই কিশোর নিখোঁজ রয়েছে। নিখোঁজ কিশোরকে এখনো উদ্ধার করা যায়নি।
 
মুন্না ওই এলাকার শাহাজাহন কমান্ডারের ছেলে। মুন্নার বাবা ও মা কাজ করার সুবাদে ঢাকায় থাকেন। এ ঘটনার ভিডিও ফুটেজ দেখে গতকাল রাতে উপজেলার বোয়ালিয়া এলাকা থেকে তানিয়া, মমতাজ ও শামীমসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার মূল হোতা হজরত আলী এখনো পলাতক রয়েছে।  
 
ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কিশোর মুন্নাকে একটি গাছের সাথে লোহার শিকলে বেঁধে রাখা হয়েছে। বোয়ালিয়া এলাকার হজরত আলী নামে এক ব্যক্তি তাকে মধ্যযুগীয় কায়দায় মারধর করছেন। এ সময় আশপাশের লোকজন দাঁড়িয়ে বিষয়টি দেখছেন। কিন্তু কেউ কোনে প্রতিবাদ করছেন না।
 
মুন্নার মা হাসিনা বেগম দৈনিক সকালের সময়কে বলেন, চুরির অপবাদে মুন্নাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে অমানবিক নির্যাতক করা হচ্ছে টাকার জন্য- এমন সংবাদ পেয়ে আমি ঢাকা থেকে বাড়িতে এসেছি। কিন্তু বাড়িতে এসে আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না।
 
গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার ইসলাম দৈনিক সকালের সময়কে বলেন, নির্যাতিত কিশোর মুন্নার মা হাসিনা বেগমের অভিযোগের ওপর ভিত্তি করে আমরা মামলা নিচ্ছি। ইতোমধ্যে ৩ জনকে আটক করেছি। অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে।
 
তিনি আরো বলেন, এ ঘটনার সাথে যারা সম্পৃক্ত, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।

আরও পড়ুন