রাউজানের মেয়ে সাদিয়া ইসলামের ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ

news paper

আমির হামজা, রাউজান

প্রকাশিত: ৭-৪-২০২২ দুপুর ২:২৮

47Views

২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধাক্রমে ২৮৬তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন চট্টগ্রামের রাউজান উপজেলার মেয়ে মেধাবী শিক্ষার্থী সাদিয়া ইসলাম। তিনি রাউজান সদর এলাকার দলিলাবাদ, শাহ আহমদ চৌধুরী বাড়ির মৌলানা মুহাম্মাদ ইসহাকের মেয়ে।

সাদিয়া ইসলাম রাউজান সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণের ফলাফল গত সোমবার ঘোষণার পর সাদিয়ার বাড়ি ও গ্রামজুড়ে আনন্দের বার্তা বইছে। এছাড়াও সাদিয়ার নিজ শিক্ষাপ্রতিষ্ঠান রাউজান কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে অভিনন্দন জানাছেন।

এই সফলতা অর্জন সম্পর্কে সাদিয়া ইসলাম জানান, তার অদম্য ইচ্ছাশক্তি কাজে লাগিয়েই সফলতা অর্জন করেছেন। তিনি ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্নপূরণ করতে পেরে তিনি আনন্দিত।

তিনি আরো জানান, ডাক্তার হয়ে দেশের অসহায় মানুষের সেবা করতে চান। একজন ভালো ডাক্তার হয়ে যেন মানুষের পাশে থেকে সেবা করতে পারেন সেজন্য সবার দোয়া চেয়েছেন সাদিয়া।

এ বিষয়ে রাউজান সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক শর্ব্বরী দে রাত্রী জানান, আমাদের কলেজের মেধাবী শিক্ষার্থী সাদিয়া ইসলাম তার মেধার জোরে সব বাধা জয় করে  মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে। এতে আমরা খুশি। আমার তার ভবিষ্যৎ সফলতা কামনা করছি, সে যেন একজন ভালোমানের ডাক্তার হয়ে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করতে পারে।


আরও পড়ুন