ফটিকছড়ির বিবিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

news paper

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ৩-৪-২০২২ দুপুর ৪:৪৬

161Views

রমজান ও আসন্ন ঈদকে সমনে রেখে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সদর বিবিরহাট কাঁচা বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন কর্তৃক রোববার (৩ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নিত্যপ্রয়োজনীয় দোকানসমূহে দ্রব্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ দ্রব্য রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এ বিভিন্ন দোকানের  ৬টি মামলায় ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনায় সহায়তা করেন ফটিকছড়ি  থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। জনস্বার্থে এ সকল অভিযান অব্যাহত থাকবে বলে ভাম্যমাণ আদালত নূত্রে জানা গেছে।


আরও পড়ুন