শৈলকুপার পাচঁপাখিয়া সিদ্দীকীয়া ফাজিল ডিগ্রী মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল
প্রকাশিত: ২৪-৩-২০২২ বিকাল ৫:৩৫
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার অন্যতম শীর্ষ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান ১১নং আবাইপুর ইউনিয়নের সুনামধন্য পাচঁপাখিয়া আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল বিশ্বাস প্রতিষ্ঠিত ও পরিচালিত ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান পাচঁপাখিয়া সিদ্দীকীয়া ফাজিল ডিগ্রী মাদরাসার উদ্যোগে বুধবার ও বৃহস্পতিবার দুইদিন ব্যাপি বাৎসরিক তাফসীরুল কোনআন মাহফিল, পাগড়ি প্রদান, আজান ও ইসলামী সংগীত প্রতিযোগীতা, কোরআন তেলওায়াত প্রতিযোগীতা, ইসলামী সংগীতানুষ্ঠান অনুষ্ঠান ও বিশেষ দোয়া মাহফিল মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ।
এ তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূন্য বয়ান পেশ করছেন প্রখ্যাত আলেমেদীন বরেণ্য ইসলামী চিন্তাবিদ সুমিষ্টভাষী বক্তা হামিমুন নফস আল্লামা মুফতি মোসতাকুন্নবী সাহেব-কুমিল্লা।
পাচঁপাখিয়া সিদ্দীকীয়া ফাজিল ডিগ্রী মাদরাসার পরিচালনা পরিষদের ও বাৎসরিক ওয়াজ মাহফিলের সভাপতি আলহাজ্ব নূর আলম বিশ্বাসের সভাপতিত্বে তাফসীরুল কোনআন মাহফিল ও বিশেষ দোয়া মাহফিলে জিকির পরিচালনা করেন ঝিনাইদহ মহিলা কলেজপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ জিহাদুল ইসলাম সাহেব,সার্বিক পরিচালনায় ছিলেন, পাচঁপাখিয়া সিদ্দীকীয়া ফাজিল ডিগ্রী মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুস সাত্তার ফিরোজী,মাহফিল পরিচালনা করেন, পাচঁপাখিয়া সিদ্দীকীয়া ফাজিল ডিগ্রী মাদরাসার প্রভাষক হাফেজ মাওলানা মোঃ শাফ উদ্দীন।
এছাড়াও মহফিলে উপস্থিত ছিলেন মাওলানা আশরাফুল ইসলাম ফারুকী,হাফেজ মওলানা এনামুল হক,হাফেজ মওলানা মোহাম্মদ আরিফ বিল্লাহসহ বিভিন্ন মাদ্রাসার প্রধানগন, পাচঁপাখিয়া সিদ্দীকীয়া ফাজিল ডিগ্রী মাদরাসার সকল শিক্ষকগন মাদ্রাসার সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মাহফিলে অংশ গ্রহণ করেন।
মাহফিলের প্রথম দিন ২৩ মার্চ বুধবার মাদরাসায় প্রতিযোগীতা মূলক আকর্ষনীয় অনুষ্ঠান ”আজান ও ইসলামী সংগীত।২৪মার্চ প্রতিযোগীতা মূলক আকর্ষনীয় অনুষ্ঠান’কোরআন তেলওায়াত।এছাড়াও বাদ মাগরিব ঢাকার কলরব ইসলামী সংগীত শিল্পীদের অংশগ্রহনে ইসলামী সংগীতানুষ্ঠান অনুষ্ঠীত হয়েছে।
দুই দিনব্যাপী মাহফিলে ইসলামি বিধিবিধানের তালিম, জিকির-আজকার ও মুসল্লিদের ইবাদত-বন্দেগিতে এলাকা মুখরিত হয়ে উঠে। মাহফিলে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশে দেশের বিখ্যাত উলামায়ে কেরাম, পীর মাশায়েখরা ওয়াজ-নসিহত পেশ করবেন। মাহফিলে ঝিনাইদহ জেলাসহ দেশের দূর-দূরান্তের বিভিন্ন এলাকা থেকে ছয় সহশ্রাধিক মুসল্লিরা অংশ নেন। মাহফিল উপলক্ষ করে পাচঁপাখিয়া গ্রাম অন্যতম ধর্মীয় তীর্থভূমিতে পরিণত হয়। রাজনীতিবিদ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এই মাহফিলে অংশ নেন।