পাঁচবিবিতে পৌর সুপার মার্কেটের নতুন ভবন উদ্বোধন

news paper

পাঁচবিবি, প্রতিনিধি

প্রকাশিত: ২১-৬-২০২১ দুপুর ৪:০

1Views

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার উদ্যোগে মিউনিসিপ্যাল গর্ভান্যান্স এন্ড সার্ভিসেস প্রজেক্ট (বিএমডিএফ-পার্ট) এর আওতায় বহুল কাঙ্খিত পৌর সুপার মার্কেটের নব-নির্মিত ৫তলা ভিত বিশিষ্ট দ্বীতল ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

ফলক উন্মোচনের মাধ্যমে এই মার্কেটের শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি বিএমডিএফ এর ব্যবস্থাপনা পরিচালক ও সংস্থাপন মন্ত্রনালয়ের সাবেক সচিব সৈয়দ হাসিনুর রহমান। গতকাল সোমবার বেলা ১২ টায় উদ্বোধনের সময় সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন, পৌর মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, সিভিল ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান, প্রজেক্ট ম্যানেজার একেএম কামরুজ্জামান, পৌরসভার সচিব সৈয়দ মোহাম্মদ আলী, প্যানেল মেয়র নূর হোসেন, কাউন্সিলর আল মামুন সরকার শাহীন, বাহাদুর ফকির, মুনছুর রহমান সহ রাজনৈতিক ব্যাক্তিবগ। অতিথিবৃন্দ উদ্বোধনের পর বলেন, গ্রাম অঞ্চলে বাংলাদেশে এই প্রথম অত্যাধুনিক সুবিধা সম্বলিত এই পাঁচবিবি পৌর সুপার মার্কেট উদ্বোধন করা হলো। এই মার্কেটের মাধ্যমে এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ বহুবিধ সুফল ভোগ করতে পারবেন। এর আগে গত নভেম্বর মাসে আধুনিক পৌর কিচেন মার্কেট উদ্বোধন করা হয়েছিল। যার সুফল পাঁচবিবির মানুষ এখন পাচ্ছেন। মার্টেকটির নির্মাণ ব্যায় বরাদ্দ ছিল প্রায় ৭ কোটি ৬৮ লক্ষ টাকা।


আরও পড়ুন