মুক্তি পেলো রোমেল ইসতিয়াক এর ‘বাবার মতো বড় ভাই’

news paper

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০-৩-২০২২ দুপুর ৩:৩৬

232Views

প্রজন্ম ষ্টুডিও এর ব্যানারে ফেইসবুক পেজ এবং ইউটুব চ্যানেল এ মুক্তি পেলো  শর্টফিল্ম ‘বাবার মতো বড় ভাই’।নাটকটি রচনা করছেন অভিনেতা রোমেল ইসতিয়াক এবং পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম মিলন। নাটকে একটি পরিবারের বড় ভাইরা বাবার অবর্তমানে যে কতটা দায়িত্বশীল হয় এবং নিজেদে জীবনকে পরিবারের অন্যান্য ভাইদের মানুষ করার জন্য উৎসর্গ করে বাবার ভূমিকা পালন করে তাই বোঝানো হয়েছে।এখানে  প্রধান চরিত্রে রোমেল ইসতিয়াক সহ অভিনয় করেছেন সাহেদ খন্দকার ,তামান্না ,মিল্লাদ কফিলউদ্দিন এবং জুয়েল সহ আরো অনেকে।রোমেল ইসতিয়াক বলেন নতুন হিসেবে পরিচালক জাহিদুল ইসলাম মিলন অসাধারণ পরিচালনা করছেন, তার জন্য শুভ কামনা এবং ‘বাবার মতো বড় ভাই'  আমাদের সমাজের প্রতিটি পরিবারের কথা বলে।এটি একটি শিক্ষণীয় নাটক যা যুবকদের ভিতর তাদের বড় ভাইদের প্রতি ভালোবাসা এবং দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে ।দর্শকদের উদ্দেশ্যে রোমেল বলেন,আপনারা নাটকটি দেখবেন তবেই আমাদের অভিনয় স্বার্থক হবে।


আরও পড়ুন