রাণীশংকৈলে প্রাথমিকের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ১৭-২-২০২২ দুপুর ৪:২৯
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ভান্ডারা ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিটে রাউৎনগর, কাদিহাট ও সহোদরসহ তিন ক্লাস্টারের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে৷ সভায় সহকারী শিক্ষা অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রিসোর্স ইন্সট্রাক্টর আবিদুল হাসান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মঞ্জুর আলম, ঘনশ্যাম ও জাকির হোসেন।
আরো বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, হামিদুর রহমান, কুশমত আলী, কামরুজ্জামান, আব্দুল মান্নান, জয়নাল আবেদীন, হরিলাল প্রমুখ।