ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের জাতীয়করণের জিও জারির প্রেক্ষিতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

news paper

আজিজুল হাকিম, ভেড়ামারা

প্রকাশিত: ১-২-২০২২ বিকাল ৬:৩

24Views

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার প্রাণকেন্দ্র অবস্থিত স্বনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারিকরণে জিও জারি হওয়ায় আজ মঙ্গলবার বেলা ১১টার সময় অত্র বিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানার সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভেড়ামারা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিলউল্লাহ, ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মকলেচুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য অধ্যাপক নাজমুল আলম স্বপন, ভেড়ামারা সরকারি কলেজের প্রভাষক শফিকুর রহমানসহ শিক্ষক ও শিক্ষিকাবৃন্দের উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হাফেজ আবুল কাশেম।

ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারিকরণে জিও জারি হওয়ায় অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য, সংস্থাপন মন্ত্রনালয়ের সাবেক সচিব, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ ও ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ রফিকুল আলম চুনুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও প্রানঢালা অভিনন্দন জানিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারের আত্মার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সরকারিকরণে জিও জারি হওয়ায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য, সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ ও ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ রফিকুল আলম চুনুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও উপরোক্ত নেতৃবৃন্দের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।


আরও পড়ুন