শাহজাদপুরে মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

news paper

মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর

প্রকাশিত: ১৩-৬-২০২১ দুপুর ৪:৭

33Views

সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, সিরাজগঞ্জের কৃতী সন্তান মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রোববার (১৩ জুন) সকাল ৮টায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু ও প্রয়াত মোহাম্মদ নাসিমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসিবুর রহমান স্বপন। পরে সকাল ১০টায় শাহজাদপুর পাইলট মডেল হাই স্কুল প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপেজলা আওয়াী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান শফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা ভাইস চেয়াম্যান মামুনুর রশীদ লিয়াকত, পৌর মেয়র মো. মনির আক্তার খান তরু লোদী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হাই, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুস ছালাম ব্যাপারী, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আশিকুল হক দিনার, উপেজলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাসেল শেখ প্রমুখ।

প্রত্যেক বক্তাই সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে শ্রদ্ধাভরে স্মরণ করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তার অবদানের বিষয়ে আলোকপাত করেন। বক্তারা বলেন, মোহাম্মদ নাসিমের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তিনি সিরাজগঞ্জের মানুষকে বটবৃক্ষের মতো আগলে রেখেছিলেন।

আলোচনা শেষে শাহ মখদুম জামে মসজিদের মোয়াজ্জিন আলহাজ আলী দোয়া পরিচালনা করেন। পরে পৌর শহরের ঋষিপাড়া, বাগদিপাড়া, রূপপুরে তার মায়ের নামে প্রতিষ্ঠিত এতিমখানা ও দরগাহপাড়া মখদুমিয়া জামে মসজিদে খাবার বিতরণ করা হয়।


আরও পড়ুন