শিবচরে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত: ১২-১২-২০২১ বিকাল ৫:৪৮
র্যাব-৮ মাদারীপুরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে কতিপয় মাদক ব্যবসায়ী সম্পর্কে তথ্য পায় এবং তাদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদের নেতৃত্বে ১১ ডিসেম্বর রাত ১১.৩৫ মিনিটের সময় মাদারীপুর জেলার শিবচর থানাধীন উৎরাইল গ্রামস্থ নিয়ামত খাঁ, পিতা মৃত নান্দু খাঁর বাড়ির পশ্চিম পাশে খাড়াকান্দি হতে শিরুয়াইলগামী পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মো. সোহেল শেখ (৩৬), পিতা. আ. গণি শেখ, মাতা. রাহেলা বেগম, সাং বাবর আলী মল্লিককান্দি, থানা শিবচর, জেলা মাদারীপুরকে গাঁজাসহ হাতেনাতে আটক করে।
এ সময় আটককৃত আসামির কাছ থেকে ১০ কেজি ৭০০ গ্রাম গাঁজা, মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ১টি হেলমেট, ১টি মোবাইল, ২টি মিমাকর্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর, ঢাকা, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য পাইকারিভাবে ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।
উল্লেক্ষ্য, তার বিরুদ্ধে ঢাকা, কুমিল্লা, মাদারীপুের ৪টি মাদাক মামলা চলমান রয়েছে। ধৃত আসামিকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার শিবচর থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।