কুড়িগ্রামে প্রভাতী-৩ প্রকল্পের কারিগরি প্রশিক্ষণের উদ্বোধন

news paper

একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম

প্রকাশিত: ৯-৬-২০২১ দুপুর ১২:৩২

1Views

‘অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি’ শীর্ষক প্রভাতী প্রকল্পটি বাংলাদেশ সরকার ও ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (ইফাদ) সহায়তাপুষ্ট; যা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির প্রধান লক্ষ্য বাংলাদেশের উত্তর-মধ্যাঞ্চলের ব্রহ্মপুত্র-তিস্তা অববাহিকায় বন্যাকবলিত ছয়টি জেলার ২৫ উপজেলায় দরিদ্র পরিবার ও ক্ষুদ্র জনগোষ্ঠীর টেকসই জীবিকা সহজলভ্য করা। প্রকল্প অঞ্চলে প্রভাতী অন্যান্য কার্যক্রম পরিচালনার পাশাপাশি ৩০ হাজার দরিদ্র ছেলে-মেয়েকে কারিগরি প্রশিক্ষণ প্রদান করবে।

কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য প্রভাতী ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়েছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থান সহজতর করার লক্ষ্যে চাকরির সক্ষমতাভিত্তিক কারিগরি প্রশিক্ষণ দ্বারা লক্ষ্যভুক্ত যুবকদের চাহিদাভিত্তিক পেশাগত দক্ষতা তৈরি করা এবং লাভজনক ও কার্যকর কর্মসংস্থানের জন্য দেশে এবং বিদেশে চাকরি এবং আত্মকর্মসংস্থানের সহায়তা প্রদান করা। নির্বাচিত প্রশিক্ষণ প্রদানকারী সংস্থা হিসেবে প্রথম পর্যায়ে ইএসডিও ৪২৩০ জন বেকার, হতদরিদ্র এবং ১৮-৩৫ বছর বয়সী নারী ও পুরুষকে কারিগরি প্রশিক্ষণ দ্বারা দক্ষতা উন্নয়নে সহায়তা করবে। ইএসডিও উপজেলা/জেলাপর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে বাজার চাহিদা অনুযায়ী প্রতি ব্যাচে ২০ জন প্রশিক্ষণার্থীকে বিভিন্ন ট্রেডে ৪৫ দিন মেয়াদি আবাসিক প্রশিক্ষণ প্রদান করবে। প্রশিক্ষণ শেষে ইএসডিও উত্তীর্ণ প্রশিক্ষণার্থীকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি) কর্তৃক সনদ প্রদান এবং নিশ্চিত কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

মঙ্গলবার (৮ জুন) ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) বাস্তবায়নে প্রভাতী প্রকল্পের আওতায় ৪০ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে দুটি ট্রেডে (সুইং এবং ইলেক্ট্রিক্যাল) ৪৫ দিন মেয়াদি আবাসিক কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সুচনা হয় ধরলা ইকো-সেন্টার ফর ভোকেশনাল ট্রেনিং (ভিইসিভিটি), দাশেরহাট, কুড়িগ্রামে। প্রধান অতিথি হিসেবে উক্ত কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন মো. মাসুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, কুড়িগ্রাম এবং ভার্চুয়ালে যুক্ত হয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন ড. মুহম্মদ শহীদ উজ জামান, নির্বাহী পরিচালক, ইএসডিও এবং মাইকেল এ রায়, টিম লিডার, প্রভাতী প্রকল্প, ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো. রোমেল হায়দার, সিনিয়র সহকারী প্রকৌশলী (অতি. দা.), প্রভাতী, আঞ্চলিক কার্যালয়, এলজিইডি, কুড়িগ্রাম ও মো. সামিন সারার ফুয়াদ, উপজেলা প্রকৌশলী, এলজিইডি, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম। এছাড়াও উপস্থিত ছিলেন- মো. শাহজাহান মিয়া (মনিটরিং ইভ্যালুয়েশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট); মো. মাকসুদুর রহমান (লাইভলিহুড স্পেশালিস্ট), প্রভাতী প্রকল্প, ঢাকা; মো. আব্দুল হাই (রিজিওনাল লাইভলিহুড অফিসার); মো. মনজুরুল ইসলাম (মার্কেট সুপারভিশন, লাইভলিহুড অফিসার) ও এলসিএস মনিটরিং কাম লাইভলিহুড অফিসারবৃন্দ, প্রভাতী প্রকল্প, কুড়িগ্রাম; ইএসডিওর প্রধান কার্যালয়ের মো. শামীম হোসেন, এপিসি, ইএসডিও; মো. শাহারিয়ার মাহমুদ, অধ্যক্ষ, ইআইটি-ইএসডিও। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ তোফাজ্জল হোসেন, এপিসি, ইএসডিও।

উল্লেখ্য, এলজিইডির প্রভাতী প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রদানকারী সংস্থা ইএসডিওর কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে এবং অনান্য ট্রেডে প্রশিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া চলছে।


আরও পড়ুন