এনসিপির আখতারের আসনে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা
প্রকাশিত: ৪-১১-২০২৫ দুপুর ৩:৩৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় দেখা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের এলাকা রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে বিএনপির রংপুর জেলা শাখার সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসার নাম ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পরপরই শুরু হয় উল্লাস। অনেক জায়গায় হয়েছে আনন্দ মিছিল। তবে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম আজহারুল ইসলাম।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোসাব্বের আহমদ কোয়েল বলেন, দলের মাঠ পর্যায়ের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েছে দল।
উপজেলা যুবদলের সদস্য সচিব আজিজ বাবু বলেন, “মহান আল্লাহর কাছে শুকরিয়া এবং দলের হাই কমান্ডের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”দলের তৃনমুলের চাওয়া পাওয়াকে মূল্যায়ন করেছে দল।
