বড়লেখায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী সুনাম গ্রেফতার

news paper

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২-১১-২০২৫ দুপুর ৪:৫২

8Views

মৌলভীবাজারের বড়লেখায় র‍্যাব ও থানা পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী সুনাম উদ্দিন (২৬) কে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২ নভেম্বর) ভোর রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আমিনুল ইসলাম র‍্যাব-৯ সিপিসি-০২ শ্রীমঙ্গল ক্যাম্পের অফিসার ফোর্সের সহায়তায় উপজেলার বোবারতলে অভিযান চালিয়ে থাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এজাহারনামীয় পলাতক আসামী উপজেলার বোবারতলের পেকুছড়া এলাকার মৃত নাজিম উদ্দীনের ছেলে সুনাম উদ্দিন (২৬)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাত থেকে ৮ আগস্ট দুপুরের মধ্যে বড়লেখা উপজেলার বোবারথল করইছড়া পানপুঞ্জির দক্ষিণ পার্শ্বে টিলার মধ্যবর্তী স্থানে মো. সাজান আহমদ (৩৪)-কে হত্যা করা হয়। নিহত সাজান আহমদ বড়লেখা উপজেলার বোবারতল ষাটঘরি গ্রামের মৃত ইসমাইল আলীর পুত্র। এ ঘটনায় বড়লেখা থানায় হত্যা মামলা দায়ের করা হয়, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা রোববার জানান, সাজান হত্যা মামলার পলাতক আসামীকে ধরতে আমরা শুরু থেকেই নজরদারিতে ছিলাম। র‍্যাবের সহযোগিতায় যৌথ অভিযানে অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত আসামীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরও পড়ুন