যুবদল নেতা মারুফ আহমেদ এর উদ্যোগে- মিল্টন ভুইয়ার পক্ষ থেকে অসহায়দের মাঝে চাউল বিতরণ

news paper

বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ

প্রকাশিত: ৩১-১০-২০২৫ দুপুর ৩:৫৭

102Views

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও জননেতা মিজানুর রহমান ভুইয়া মিল্টনের পক্ষ থেকে সন্দ্বীপ পৌরসভার ০২ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাউল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এই মানবিক কার্যক্রমের আয়োজন করেন পৌরসভা ০২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ মারুফ আহমেদ। সমাজের দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে এবং মানবিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাইনুদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন পৌরসভা যুবদল নেতা মোঃ মোবারক রাজু, পৌরসভা বিএনপি নেতা মোঃ মোশারফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক পৌরসভা ছাত্রদল ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন, ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরফিন শুভ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,“বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। জননেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের প্রতিটি নেতাকর্মী জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।”

চাউল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় অসহায় ও দরিদ্র পরিবারের হাতে চাউলের বস্তা তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দ। স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করে।


আরও পড়ুন