নেত্রকোনায় খায়েরবাংলা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন- চ্যাম্পিয়ন দিগজান একাদশ
প্রকাশিত: ২৫-১০-২০২৫ দুপুর ১:৪১
"সুস্থ দেহ সুন্দর মন"এ শ্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনা সদর উপজেলায় মেদনী ইউনিয়নে খায়েরবাংলা দাসপাড়া ফুটবল মাঠে ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ৩টায় এলাকাবাসি ও যুবসমাজের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টে দিগজান একাদশ ১–০ গোলে খায়েরবাংলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন ১২ নাম্বার জার্সিধারী খেলোয়াড় অপূর্ব। খেলার শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে অপূর্বের নিখুঁত শটে জয় নিশ্চিত হয় দিগজান একাদশের।
এ টুর্নামেন্টের সভাপতিত্ব করেন সমাজসেবক ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব মোঃ ফখরুল ইসলাম খান (রতন মেম্বার) এবং সঞ্চালনায় ছিলেন মোঃ ইমাম উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ মুজিবুর রহমান খান এবং এ ফাইনাল খেলা উদ্বোধন করেন নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপি নেতা সাবেক জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি,সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শামসুল হুদা শামীম, উপজেলা বিএনপি'র সদস্য মোঃ রফিকুল ইসলাম খান, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ মানিক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ অলি উল্লাহ খান, ঠাকুরাকোনা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. রফিকুল ইসলাম খান (সংগ্রাম),মেদনী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ আবুল হাসেম,সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন খান,সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহীন মিয়া,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নরুল আমিন খান,সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ আলী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ আবুল কাসেম ও কে.এম.সাখাওয়াত হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্ববৃন্দ।
খেলার দিন মাঠে ছিল উপচে পড়া দর্শকের ভিড়। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের হাতে পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ।
