নাঙ্গলকোটে যৌতুকের দাবিতে নববধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ীর বিরুদ্ধে
প্রকাশিত: ২৩-১০-২০২৫ দুপুর ১০:২৩
কুমিল্লার নাঙ্গলকোটে যৌতুকের বলী হলেন কুলসুম আক্তার মনিকা (১৮) নামের এক নববধু।
জানা যায়, কুলসুম আক্তার মনিকা পৌরসভার আতা গোড়া গ্রামের মাহবুবুর রহমানের মেয়ে।
এবিষয়ে কুলসুমের বাবা বলেন, গত নয় মাস আগে জোড্ডা পূর্ব ইউনিয়নের ভাইয়ারা পূর্ব পাড়া আবু তাহেরের ছেলে সালাউদ্দিন হৃদয় সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে আমার মেয়েকে তার স্বামী ও শাশুড়ী বিভিন্ন ভাবে যৌতুকের জন্য নির্যাতন করতো। আজ আমার মেয়েকে তারা যৌতুকের জন্য হত্যা করেছে আমি এর বিচার চাই।
নিহতের বড় বোন ফাতেমা ও পরিবার জানান (২২ অক্টোবর) বুধবার বিকাল আনুমানিক পাঁচটা সাড়ে মধ্যে স্বামী ও শাশুড়ী কর্তৃক নির্যাতন করে মনিকা কে হত্যা করে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে এনে পালিয়ে যায়।
এবিষয়ে হাসপাতালে কর্মরত ডাক্তার বলেন, মনিকাকে হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেন, অর্থাৎ মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে মনিটাকে।
এ ঘটনায় নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ, কে, ফজলুল হক বলেন, আমারা তার স্বামীকে সালাউদ্দিন হৃদয় কে গ্রেফতার করেছি। এ হত্যাকান্ডে সাথে জড়িত রয়েছে সবাইকে গ্রেফতার করার প্রস্তুতি চলছে।

