লাকসামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
প্রকাশিত: ২২-১০-২০২৫ দুপুর ৪:৭
‘‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসাম উপজেলা ও এলজিইডি আয়োজনে বুধবার (২২ অক্টোবর) সকালে পরিষদ মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ পালিত হয়েছে।
লাকসাম উপজেলা প্রকৌশলী মোঃ সাদিকুল জাহান রিদানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক নার্গিস সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কামরুল ইসলাম, সাংবাদিক, ট্রাফিক কর্মকর্তা সহ উপজেলা বিভিন্ন সেক্টরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান জুয়েল, পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ মানিক, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলম স্বপন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যারা শিক্ষার্থী আছো তোমারা রাস্তায় বের হলে প্রথমে কি করতে হবে ডানে বামে তাকাতে হবে তাই না এবং সাবধান ভাবে রাস্তায় চলাচল করতে হবে। লাকসাম পৌরসভায় প্রত্যেকটি অটোরিক্সা লাইসেন্স আওতায় নিয়ে আসবো। ১৮ বছরের নীচে কোন লোককে লাইসেন্স দিব না। ইউনিয়ন পরিষদ থেকে যারা স্থানীয় তাদেরকে লাইসেন্স দিবে। মিশুক অটোরিক্সার কমিটি হবে। দিনের বেলায় বাজারে মালামাল লোড আনলোডিং করতে পারবে না। ফুটপাতের দোকানগুলোকে মোবাইল কোর্টের মাধ্যমে নিয়ে আসবো।
