আলফাডাঙ্গায় এক মাদ্রাসা ছাত্রের বস্তা বন্দী লাশ উদ্ধার

news paper

শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা

প্রকাশিত: ২২-১০-২০২৫ দুপুর ২:৪

192Views

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চর চান্দড়া গ্রামে নিখোঁজের দুই দিন পর মো. আমির হামজা উরফে হানযালা (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে খবর পেশে মতিয়ার শেখের বাড়ির পাশের একটি পুকুর থেকে রাত আটটার দিকে আলফাডাঙ্গা থানা পুলিশ বস্তা ভরা লাশটি তোলে। 

  দেহটি আংশিক গলে যাওয়া (অর্ধগলিত) অবস্থায় ছিল এবং মুখে গুরুতর আঘাতের চিহ্ন দেখা যাচ্ছিল। বস্তার মধ্যে কিছু ইটও পাওয়া গেছে, যা লাশ ডুবিয়ে রাখার জন্য ব্যবহার করা হতে পারে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি কোনো দৈব ঘটনা নয়— বরং পরিকল্পিত হত্যা কাণ্ড।
 সোমবার (২০ অক্টোবর) আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 
মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল্লাহ বলেন,

 “রোববার আছরের নামাজের পর হানযালা রুম থেকে কিছু নিয়ে বের হয়, এরপর আর দেখা মেলেনি। আমরা দুই দিন ধরে মাইকিং করেছি, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি।”

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল “লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। লাশের অবস্থান এবং বস্তার ভেতরের ইটের উপস্থিতি দেখে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা কাণ্ড। সম্ভবত অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে দেওয়া হয়েছে। তদন্ত চলছে, হত্যাকারীদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।”


আরও পড়ুন