নরসিংদীতে ২০০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত: ২২-১০-২০২৫ দুপুর ১:৫৭
নরসিংদী জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১১টা ৩০ মিনিটে নরসিংদী মডেল থানাধীন বানিয়াছল বালুরমাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইকবাল মিয়া (৩৫)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইকবাল মিয়ার বাড়ি নরসিংদী সদর উপজেলার বানিয়াছল গ্রামে। তিনি মৃত আব্দুল লতিফের পুত্র। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে তার নিজ বসতঘর থেকে ২০০ (দুইশত) লিটার চোলাই মদসহ আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ইকবাল মিয়ার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অপরাধ দমনে ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

