পটুয়াখালীতে জুলাই শহীদ কন্যা লামিয়া হত্যার মামলার রায় ঘোষণা ২২ অক্টোবর
প্রকাশিত: ২০-১০-২০২৫ সকাল ৯:২৫
পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে জুলাই বিপ্লবের শহিদ জসিম উদ্দিনের কিশোরী কন্যা লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার মামলার রায় আগামী ২২ অক্টোবর ঘোষণা করা হবে।
রবিবার দুপুরে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনালের বিচারক রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করেন।
মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৮ মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ঘটনার পর তিনি নিজেই বাদী হয়ে দুমকি থানায় একাধিক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্তে প্রমাণিত হয়, লামিয়া স্থানীয় কয়েকজন তরুণের হাতে নির্মমভাবে লাঞ্ছিত হন। ঘটনার মানসিক আঘাতে তিনি পরবর্তীতে আত্মহত্যা করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিবাদ ও ক্ষোভের সৃষ্টি হয়।
দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটি বিচারিক প্রক্রিয়ায় আসে। রোববার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক মামলাটি রায়ের জন্য ২২ অক্টোবর তারিখ নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। ন্যায়বিচারের স্বার্থে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করছেন তারা।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, তাদের মক্কেলরা নির্দোষ, এবং তারা ন্যায়বিচার প্রত্যাশা করছেন আদালতের কাছে।
রায় ঘোষণার দিন আদালত প্রাঙ্গণে ভিড় হবে বলে ধারণা করা হচ্ছে, কারণ মামলাটি দীর্ঘদিন ধরে আলোচিত ও সংবেদনশীল একটি ঘটনা হিসেবে পটুয়াখালী জেলাজুড়ে আলোচনায় রয়েছে।