আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী জিহাদ হোসেন এইচএসসিতে জিপিএ-৫ অর্জন
প্রকাশিত: ১৭-১০-২০২৫ দুপুর ৩:৫
রাজধানীর অন্যতম খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান আদমজী ক্যান্টনমেন্ট কলেজের মেধাবী শিক্ষার্থী জিহাদ হোসেন এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। তার এই সাফল্যে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীরা আনন্দ প্রকাশ করেছেন।
জিহাদ বলেন, “নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের দিকনির্দেশনা ও পরিবারের সহায়তাই আমার এই ফলাফলের মূল চাবিকাঠি।” বিশেষ করে আমার আম্মুর অবদান অনস্বীকার্য। ভবিষ্যতে তিনি দেশের সেবা করার লক্ষ্যে অবদান রাখতে চান।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ জিহাদের এই সাফল্যের প্রশংসা করে বলেন, “আমরা গর্বিত যে আমাদের শিক্ষার্থীরা শুধু পড়াশোনায় নয়, শৃঙ্খলা ও নেতৃত্বের ক্ষেত্রেও উৎকর্ষ দেখাচ্ছে।”
উল্লেখ্য, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ দীর্ঘদিন ধরে মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে অগ্রগামী ভূমিকা রেখে আসছে। জিহাদের এই অর্জন সেই ধারাবাহিকতারই আরেকটি উজ্জ্বল উদাহরণ।