সাতকানিয়ায় ইট ডাকাতি করতে গিয়ে গাড়ীসহ আটক ৭জন
প্রকাশিত: ২৪-৯-২০২১ বিকাল ৭:৫৯
চট্টগ্রামের সাতকানিয়ার পুরানগড়ের ৭নং ওয়ার্ডে ইট ডাকাতি করতে গিয়ে জনতার হাতে ধরা খায় ৭জন ইট ডাকাত।আজ ২৪শে সেপ্টেম্বর(শুক্রবার)সকাল ৭টার দিকে পুরানগড়ের ৭নং ওয়ার্ডে আবু তাহের সওদাগরের বাড়িতে এই ঘটনা ঘটে ৭জন আটককৃত ডাকাতরা সবাই বাজালিয়া আর পুরানগড়ের বিভিন্ন এলাকার তারা হলো রাহাত, সাইফুদদীন আরিফুল ইসলাম মহিউদদীন মাহফুজ তারেক জায়েদ ইমাজুদদীন।জানাযায়,মহিউদদীনের সাথে পুরানগড়ের আবু তাহের সওদাগরের সাথে ইটের ব্যবসা ছিলো এক পর্যায়ে ইটের ব্যবসায় বনিবানা না হলে মহিউদদীন আজ খুব ভোরে ১০/১৫জন লোক নিয়ে আবু তাহেরের ইটের স্তুপে গাড়ী লাগিয়ে দিলে স্থানীয়রা তাদের প্রতিহত করেন,এক পর্যায়ে ডাকাতদের প্রতিহত করলে ডাকাতরা আবু তাহের সও:ও একই এলাকার মৃত ইউসুপ নবীর ছেলে মনসুরকে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে মারাত্বক আঘাত করে, পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ ব্যাপারে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান,আহতরা চিকিৎসাধীন এবং আটকৃতদের বিরুদ্ধে সংশ্লীষ্ঠ অপরাধে মামলা নেয়া হবে।