গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমবাপ্পেকে হারাল ফ্রান্স

news paper

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২-১০-২০২৫ দুপুর ১০:৫১

18Views

সোমবার আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ফ্রান্সের জন্য গুরুত্বপূর্ণ। এদিনই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারে দলটা। তবে সে ম্যাচের আগে দুঃসংবাদ পেল ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে সে বিশ্বকাপ বাছাই ম্যাচে খেলবেন না। ডান পায়ের গোড়ালির ব্যথা আরও বেড়ে যাওয়ায় তাকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে ফরাসি দল নিশ্চিত করেছে।
রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে গিয়ে আগেই ডান গোড়ালিতে হালকা চোট পেয়েছিলেন এমবাপ্পে। শুক্রবার প্যারিসে আজারবাইজানের বিপক্ষে ৩–০ গোলে জয়ের ম্যাচে তিনি আবারও সেই জায়গায় দুটি ধাক্কা খান। গোল করলেও শেষ পর্যন্ত ম্যাচ শেষ হওয়ার আগেই তাকে বদলি করে নেওয়া হয়।
ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) এক বিবৃতিতে জানানো হয়, ‘এমবাপ্পে সোমবার আইসল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না।’ তারা আরও জানায়, ‘তিনি ক্লেয়ারফঁতেনে দলের অনুশীলন শেষে কোচ দিদিয়ের দেশঁর সঙ্গে কথা বলেন। দেশঁ তার না খেলার বিষয়টি স্বীকার করেছেন। এমবাপ্পেকে তার ক্লাব রিয়াল মাদ্রিদে ফেরত পাঠানো হয়েছে এবং তার পরিবর্তে কাউকে দলে নেওয়া হবে না।’
এই চোটের কারণে এমবাপ্পে গত সপ্তাহেও ফ্রান্সের অনুশীলনে বিশ্রামে ছিলেন। আজারবাইজানের বিপক্ষে ম্যাচে বিরতির ঠিক আগে তিনি গোল করেন। কিছুক্ষণ পর রাসতাম আহমেদজাদার ট্যাকলে আবারও গোড়ালিতে আঘাত পান। ম্যাচের শেষ দিকে একই জায়গায় আবার ধাক্কা খেলে তিনি মাঠ ছাড়েন এবং তার জায়গায় নামানো হয় ফ্লোরিয়ান থোভাঁকে।
ম্যাচ শেষে কোচ দিদিয়ের দেশঁ বলেন, ‘তার গোড়ালিতে ব্যথা ছিল এবং সেখানেই আবার ধাক্কা লাগে। ব্যথা অনেক বেশি হওয়ায় সে নিজেই মাঠ ছাড়তে চায়।’
এ ম্যাচে ফ্রান্সের হয়ে আরও দুটি গোল করেন আদ্রিয়েন রাবিও ও বদলি হিসেবে নামা থোভাঁ। তিন ম্যাচ শেষে ফ্রান্স এখনো অপরাজিত এবং গ্রুপ ডি’তে শীর্ষে আছে।
আগামী সোমবার আইসল্যান্ডের বিপক্ষে জিতলে এবং ইউক্রেন যদি আজারবাইজানের বিপক্ষে জিততে না পারে, তাহলে ফ্রান্স নিশ্চিত করবে ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপের টিকিট।

 


আরও পড়ুন