মানিকগঞ্জে ষড়যন্ত্রমুলক অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ

news paper

হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ

প্রকাশিত: ৯-১০-২০২৫ দুপুর ৩:৪৭

30Views

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামের কাজী মোঃ শহিদুল্লাহকে নিয়ে সামাজিক মাধ্যমে ষড়যন্ত্রমুলক অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
এলাকাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার সকালে হরগজ বাজার থেকে প্রথমে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 
এসময় এলাকাবাসী জানান, কাজী শহিদুল্লাহ একজন সৎ ও ভাল মানুষ। তিনি সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থাকেন। সম্প্রতি তিনি এলাকার কয়েকশো জনসাধারণকে সাথে নিয়ে হরগজ গরুর হাটের হাসিলি কমানোর প্রতিবাদ করেন। পরে হাসিলি ৩০০ টাকার পরিবর্তে ২০০ টাকা করা হয়। এছাড়া তিনি হরগজ এলাকায় একটি ব্রিজের এক পাশে অবৈধভাবে ভরাট করা মাটি সরিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়ার দাবীতে মানববন্ধন করেন। এঘটনায় যারা ব্রিজের মাথায় মাটি ফেলে জায়গা দখল করার মাধ্যমে ব্রিজের অন্য পাশের কৃষকদের ব্যাপক ক্ষতি সাধন করে আসছিল,তারাই শহীদুল্লাহ এর উপর ক্ষিপ্ত হয়ে তার সুনাম নষ্ট করার জন্য সামাজিক মাধ্যমে ষড়যন্ত্রমুলক অপপ্রচার চালাচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্য ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।  
কাজি মোঃ শহিদুল্লাহ বলেন, আমি আমার এলাকার মানুষের পক্ষে কাজ করি। সব সময় ন্যায়ের জন্য নিজেকে উৎসর্গ করে আসছি। এতে এলাকার কিছু দুষ্কৃতিকারী আমাকে সমাজের কাছে হেয়-প্রতিপন্ন ও সুনাম নষ্ট করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। গত কয়েকদিন আগে আমি আমার বাড়িতে কাজ করতে ছিলাম তখন আমার হাতে একটি হাতুরি ছিল। দুষ্কৃতিকারীরা আমার সেই ভিডিও নিয়ে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমি প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি বিষয়টি তদন্ত করে যেন দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। 


আরও পড়ুন