নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণঅধিকার পরিষদ (জিওপি) নেতা লায়ন মো. নূর ইসলাম

news paper

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭-১০-২০২৫ দুপুর ১:১

92Views

নড়াইল ২ আসনের ভোটারদের প্রত্যাশা পূরণে মনোনয়নপত্র জমা দিলেন গণঅধিকার পরিষদ (জিওপি)-এর নেতা লায়ন মো. নূর ইসলাম। আজ ৬ অক্টোবর রোজ বুধবার রাত ৮:৩০ মিনিটে তিনি গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে দলের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন প্রজন্মের জন্য স্বপ্নের নড়াইল ২ আসনকে সন্ত্রাস, মাদক ও অপরাধমুক্ত রাখতে নড়াইল ২ আসনের জনগণকে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, তিনি উন্নয়নকে বিশ্বাস করেন, তাই তিনি নির্বাচিত হতে পারলে শত বাধা-বিপত্তিকে অতিক্রম করে নড়াইল ২ আসনকে ডিজিটালাইজেশনে পরিণত করবেন, নড়াইলের প্রত্যেকটা বাড়িতে পাইপলাইন গ্যাস সরবরাহ থেকে শুরু করে বেকার সমস্যার সমাধান করবেন ইনশাআল্লাহ। রাজনীতির ঊর্ধ্বে থেকে সন্ত্রাস ও মাদককে উপড়ে ফেলতে নড়াইল ২ আসনের জনগণের কল্যাণে যারা এগিয়ে আসবে, তাদেরকে নড়াইল ২ আসনের জনগণ সম্মান ও শ্রদ্ধা জানাবে। তিনি আরো বলেন, তিনি গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় নেতা হিসেবে মনোনয়নপত্র গ্রহণ করেছেন এবং গণঅধিকার পরিষদ-এর সভাপতি ভিপি নূরের সুদৃষ্টিতে তিনি নির্বাচন করছেন। তিনি সাংবাদিকদের আরো বলেন, তিনি নির্বাচিত হলে নড়াইল ২ আসনের জনগণের অধিকার নিয়ে সংসদে দাঁড়িয়ে তাঁদের অধিকার আদায়ের কথা বলবেন। তিনি আজ বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে যান এবং মনোনয়নপত্র গ্রহণ করেন। তিনি গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসন থেকে ১৪ দলের শরিক দল, বর্তমানে নিষিদ্ধ, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার সাবেক সাংসদ মাশরাফি বিন মুর্তজার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে।


আরও পড়ুন