লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত
প্রকাশিত: ৩-১০-২০২৫ রাত ১০:৪৯
‘কুরআন-সুন্নাহ্ ভিত্তিতে ইসলামী সমাজও রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে শুক্রবার (৩রা অক্টোবর) বিকেলে নোয়াখালী রেলগেইটস্থ স্থানীয় একটি চাইনীজ রেষ্টুরেন্টে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর উদ্যোগে কাউন্সিল’২৫ অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ফ্রন্ট বাংলাদেশ লাকসাম উপজেলা শাখার আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি আলহাজ¦ মীর মোহাম্মদ আবু বকর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ সভাপতি মাওলানা মোহাম্মদ মনির হোসাইন সহ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ লাকসাম উপজেলা শাখার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
প্রধান অতিথি ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি আলহাজ¦ মীর মোহাম্মদ আবু বকর বক্তব্যে বলেন, ‘কুরআন-সুন্নাহ্ ভিত্তিতে ইসলামী সমাজও রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য’’ তাই আপনারা সকলে আমাদের পতাকা তলে একত্রিত হন। আগামীতে আমরা কি ভাবে বাংলাদেশকে সুন্দর ভাবে পরিচালনা করতে সেই ভাবে সকলকে কাজ করতে হবে।