নাসা গ্রুপের কর্মরত শ্রমিকদের পাওনা বেতন প্রাপ্তির লক্ষ্যে যৌথ আলোচনা সভা
প্রকাশিত: ২৭-৯-২০২৫ দুপুর ৩:৫৫
নাসা গ্রুপের শ্রমিকদের দাবি দাওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের বিবাদমান পরিস্থিতিতে বিগত কয়েক দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে এক যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত কয়েকদিন পুর্বে সেসব জায়গায় নাসার কিছু উশৃঙ্খল শ্রমিকরা লাঠি সহকারে তাদের পথ ব্লক করে কিছু শ্রমিককে মারধর করে এবং প্রায় নয় থেকে দশ হাজার শ্রমিক বিভিন্ন স্থানে অবরুদ্ধ হয়ে পড়ে। পরবর্তীতে সেনাবাহিনীর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এবং এপিবিএন এর সদস্যরা সকল গলিতে অভিযান চালিয়ে সর্বমোট এ পর্যন্ত ৬-৭ জনকে গ্রেফতার করেছে এবং রোড ব্লক ক্লিয়ার করেছে। যার ফলশ্রুতিতে সকল শ্রমিক তাদের কর্মস্থলে সঠিক সময়ে যোগদান করতে পারে।অবরুদ্ধ শ্রমিকদেরকে যখন ছাড়া হয় তারপর তারা কাজে যাচ্ছে বলে নির্ভরযোগ্য সুত্র থেকে জানানো হয়েছে।
এ সকল ঘটনা ও পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট অধিদপ্তর, শ্রমিক সংগঠন, বিজিএমইএ ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগে মীমাংসা মূলক আলোচনা হয়েছে বলে জানানো হয়।
বিশেষ সূত্রে জানা গিয়েছে যে গত ২৫ সেপ্টেম্বর বেলা তিনটায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ উদ্যোগে নাসা গ্রুপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল আলম সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাভার গলফ ক্লাবে একটি সভায় উপস্থিত করা হয়। কল কারখানা পরিদর্শন অধিদপ্তর ও বিজিএমইএ প্রতিনিধির উপস্থিতিতে, উক্ত সভায় নাসা মালিকপক্ষকে শ্রমিকদের আগস্ট মাসের বেতন অতি দ্রুত পরিশোধের জন্য জোরালো তাগিদ দেওয়া হয়। মালিকপক্ষ সম্পদ বিক্রির জটিলতার এবং পূজার ছুটিসহ বিভিন্ন কারণ দেখালে, জটিলতা বিহীন সম্পদ সমূহের বিক্রির উপায় এবং অন্যান্য সমস্যাগুলো দূর করার উপায় বাতলে দেওয়া হয়। পরবর্তীতে মালিকপক্ষ অতি দ্রুত আগস্ট মাসের বেতন প্রদানের চেষ্টা করার অঙ্গীকার করেছে। আশা করি তারা এ অঙ্গীকার সর্বোচ্চ সদিচ্ছার সাথে রক্ষা করে নাসার খেটে খাওয়া শ্রমিকদের বর্তমান দুর্দশা লাঘব করবে।