কাতারে লক্ষ্মীপুর জেলা সমিতি উদ্যোগে বিনামূল্যের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে
প্রকাশিত: ২২-৯-২০২৫ দুপুর ৪:৫৪
লক্ষ্মীপুর জেলা সমিতি দোহা কাতারের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল কাতার প্রবাসীদের জন্য বিনামূল্যের স্বাস্থ্য সেবা ৷ এই সেবা গ্রহন করেন ৫৫৭ জন বাংলাদেশি প্রবাসী ও ভিনদেশীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে কাতারের লক্ষ্মীপুর জেলা সমিতি সভাপতি মো: বাহার উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (পলিটিক্যাল) আব্দুল্লাহ আল রাজী, অনুষ্ঠান পরিচালনা করেন আকাশ মিডিয়া ভুবনের পরিচালক সাংবাদিক ই এম আকাশ৷
এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কালচারাল একাডেমী দোহা কাতারের সভাপতি ইঞ্জিনিয়ার আক্তার জামান মামুন,ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি এ কে এম আমিনুল হক, হারিছ চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি হাসান আহমদ, বিশিষ্ট সমাজসেবক কাজী আরিফুল ইসলাম, মো: তাজুল ইসলাম, উপদেষ্টা নুরুল আফসার বাবুল,বিশিষ্ট ব্যবসায়ী মো:রিয়াজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম, সহ আরো অনেকে।
অনুষ্ঠানে সাইন গোল্ড এন্ড ডায়মন্ড'- এর পক্ষ থেকে বিনামূল্যে পানি বিতরণ ও রেফেল- ড্র এর মাধ্যমে গোল্ড ও ডায়মন্ডের ক্যাশ ভাউচার পুরস্কার দেওয়া হয়৷