কুতুবদিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

news paper

নজরুল ইসলাম, কুতুবদিয়া

প্রকাশিত: ১৭-৯-২০২৫ দুপুর ৪:৩৬

81Views

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে কুতুবদিয়ায় প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্যাথোয়াই প্রু মারমা।

‎আলোচনা সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ টহল জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া, কুতুবদিয়া উপজেলা দুর্গাপূজা উদযাপন কমিটির রদবদলজনিত কারণে সৃষ্ট মনোমালিন্য নিরসনের বিষয়ে মতবিনিময় হয়।

‎সভায় বক্তারা বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কেউ যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে প্রশাসনকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান।

‎সভায় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা বৃন্দ, নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং উপজেলার সকল পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


আরও পড়ুন