বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

news paper

মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ

প্রকাশিত: ১০-৯-২০২৫ দুপুর ৪:৫৩

109Views

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বরিশালের বাকেরগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা অডিটরিয়ামে বাকেরগঞ্জ থানার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ওসি তদন্ত সুরেজীত বড়ুয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফিরোজ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বরিশাল জেলার সাধারন সম্পাদক হিরন কুমার ও উপজেলা সভাপতি ঝন্টু দাস, পুজা উদযাপন কমিটির বরিশাল জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার দাস প্রমূখ।

সভায় বক্তারা শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন। 

সভাপতির বক্তব্যে বাকেরগঞ্জ থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সবার সহযোগিতায় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না। প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করবে বলে জানানো হয়।সভায় আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন পরিষদকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়।


আরও পড়ুন