শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উদ্যোগে যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন

news paper

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৮-৯-২০২৫ রাত ৮:২০

9Views

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি দেশের পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে প্রতিবছর ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় ০৪ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে যশোর জেলার বাঘারপাড়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫ এ প্রধান অতিথি হিসেবে বাঘার পাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন উপস্থিত ছিলেন। বাঘারপাড়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিলাল হোসেন-এর সভাপতিত্বে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর যশোর, খুলনা ও চুকনগর শাখা কর্তৃক উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে বক্তারা সবুজ বাংলাদেশ বিনির্মাণে সারা দেশে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করার বিষয়ে গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে ছাত্র ছাত্রীদের মধ্যে প্রায় ৩ (তিন) শতাধিক ফলজ, বনজ এবং ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি তানভীরুল ইসলাম সোহান, বাঘার পাড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল হাই মনা, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর যশোর শাখার ব্যবস্থাপক এ. বি. এম. আহসানুল কবির ও বাঘার পাড়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও যশোর প্রেসক্লাবের বিশিষ্ট সাংবাদিক ও সভাপতি ইকবাল কবির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবু মুসা, বাহারুল ইসলাম, উক্ত বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং অভিভাবকবৃন্দসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমন্ডলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  


আরও পড়ুন