পশ্চিম রাজাবাজারে মশক নিধন কার্যক্রমে সাইফুল আলম নীরব
প্রকাশিত: ৭-৯-২০২৫ দুপুর ১:৩৬
সকাল ১১টায় পশ্চিম রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। শেরেবাংলা নগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালামত খান সজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১২ আসনের বিএনপি নেতা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ আলম তরুণ, শেরেবাংলা নগর থানা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান অপু, শেরেবাংলা নগর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াসিন আহমেদ দিপু, শেরেবাংলা নগর থানা শ্রমিক দলের সভাপতি আল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ঢাকা-১২ আসনের প্রতিটি এলাকায় তারা মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন এবং এটি অব্যাহত থাকবে। তিনি বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি বা সন্ত্রাসে লিপ্ত, তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান। প্রধান অতিথির বক্তব্যের পর পশ্চিম রাজাবাজার ও ইন্দিরা রোডের বিভিন্ন অলিগলিতে মশার ওষুধ ও ব্লিচিং পাউডার ছিটানো হয় এবং ময়লা পরিষ্কার করা হয়।