বারহাট্টার তৃণমূল নেতৃবৃন্দের সাথে সেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ৭-৯-২০২৫ দুপুর ১২:৪০
বারহাট্টার তৃণমূল নেতৃবৃন্দের সাথে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে (৬ সেপ্টেম্বর) শনিবার বিকেলে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বারহাট্টা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল ইসলাম শেখের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সুলাইমান হাসান রুবেল, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ মুন্না, সিনিয়র সহ-সভাপতি নুরু ফারাস, সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল হক সবুজ, বারহাট্টা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মহিবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম, বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব তানভীর হাসান মুন্না সহ উপজেলা সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্ম, বর্ণ ও গোত্রের লোকজন শান্তিতে বসবাস ও নিজ ধর্ম পালন করে আসছে। এসময় বক্তারা ছাত্র-জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশর বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।