নড়াইলে গণঅধিকার পরিষদের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ৬-৯-২০২৫ রাত ১১:৪০
নড়াইলে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণঅধিকার পরিষদের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নড়াইলের আলাদাতপুর এলিট কুইজিন রেস্টুরেন্টে সকাল দশটায় এই সভা অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদের নড়াইল জেলা কমিটির সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মূল দলসহ অঙ্গসংগঠনগুলোর থানা ও জেলা পর্যায়ের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কমিটির মনিরুল মাওলা ও লায়ন নূর ইসলামও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নির্বাচন প্রস্তুতি, পরিকল্পনা, কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নির্দেশনা, কমিটি গঠন এবং দায়িত্ব বণ্টন কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গণঅধিকার পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। দলের সাংগঠনিক সম্পাদক বলেন যে, অন্যান্য দল ও নেতাদের থেকে তারা যে ব্যতিক্রম, তা জনগণের কাছে প্রমাণ করতে হবে।
সভায় গণঅধিকার পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, যুব, শ্রমিক ও ছাত্র অধিকার পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ এবং মনিরুল মাওলা বলেন যে, তারা নড়াইল-২ আসনে লায়ন নূর ইসলামকে এমপি হিসেবে দেখতে চান। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রত্যেক পাড়া-মহল্লায় কাজ করে যাওয়ার জন্য তিনি আহ্বান জানান। লায়ন নূর ইসলাম বলেন, এদেশের রাজনীতি ও দেশপ্রেমের ক্ষেত্রে ভিপি নুরুল হক নূরের কোনো বিকল্প নেই। তিনি বলেন, তার ত্যাগ ও আদর্শ যে ব্যতিক্রম, তা নির্বাচন বাস্তবায়ন কমিটির কার্যক্রমের মাধ্যমেই জনগণের কাছে প্রমাণ করতে হবে। তিনি নির্বাচিত হওয়ার পর কী করবেন, সে অঙ্গীকার না দিয়ে জনগণের কল্যাণে একটি নতুন দিগন্ত উন্মোচন করার নমুনা প্রমাণ করতে হবে। তিনি আরও বলেন, মানুষ এখন যথেষ্ট সচেতন এবং তারা নতুনত্বের সন্ধানে রয়েছে, আর সেই নতুনত্ব যে আপনারাই তা আপনাদের প্রমাণ করতে হবে।