পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়

news paper

সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)

প্রকাশিত: ৫-৯-২০২৫ বিকাল ৫:৫৫

86Views

পটুয়াখালীর কুয়াকাটা মাছ বাজারে আবারও বড় আকারের কোরাল মাছের দেখা মিলেছে। শুক্রবার সকালে এক জেলের জালে ৪৪ কেজি ওজনের দুটি কোরাল ধরা পড়ে, যা ৬৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছ দুটির মধ্যে একটির ওজন ছিল ২৭ কেজি এবং অন্যটির ১৭ কেজি।

সুন্দরবন এলাকা থেকে মাছ দুটি সংগ্রহ করেন গাজী ফিশের স্বত্বাধিকারী মো. বশির গাজী। তিনি জানান, কুয়াকাটায় বড় মাছের চাহিদা বেশি থাকায় তিনি উপকূলীয় এলাকার জেলেদের কাছ থেকে মাছ সংগ্রহ করেন। এই দুটি মাছ ভালো দামে বিক্রি করতে তিনি ঢাকায় পাঠাচ্ছেন। মাছ দুটি বাজারে আনার পর তা দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়।

মাছগুলো প্রতি কেজি ১৫০০ টাকা হিসাবে নিলামে তোলা হয়েছিল। উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটার সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ জানান, এটি বড় মাছের মৌসুম, তাই ইলিশ ও কোরালসহ সামুদ্রিক মাছের সরবরাহ রয়েছে। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এই বড় মাছ ধরা পড়া মূলত ইলিশ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞার সুফল। জেলেরা সঠিকভাবে নিষেধাজ্ঞা পালন করায় এখন তাদের জালে ভালো সংখ্যক মাছ ধরা পড়ছে। তিনি আশা প্রকাশ করেন যে আগামী দিনগুলোতে শুধু কোরাল নয়, ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছও প্রচুর পরিমাণে ধরা পড়বে।


আরও পড়ুন