কুড়িগ্রামে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন
প্রকাশিত: ৫-৯-২০২৫ বিকাল ৫:৪৭
কুড়িগ্রামের তিস্তা নদীতে ৩ দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে উলিপুর উপজেলায় বজরা ইউনিয়নে এলাকাবাসী ও চর বজরা পাকার মাথা যুব সংঘের আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাফা গ্রুপের চেয়ারম্যান ও বায়ান্নর আলো পত্রিকার প্রকাশক আব্দুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার ও সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম। বক্তব্য রাখেন, বজরা ইউপি সদস্য এমদাদুল হক, রফিকুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক কমিটির সদস্য হবিবর, মানিক, শাজাহান, মঞ্জু, রেজাউল, ইমদাদুল মেম্বার ও নয়ামিয়া জানান, প্রথমবারের মতো এখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পৃষ্ঠপোষকতা পেলে প্রতিবছর এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করার প্রবল ইচ্ছা প্রকাশ করেন। প্রত্যন্ত এলাকার গ্রামীন মানুষের বিনোদনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে, এ নৌকা বাইচ প্রতিযোগিতা।