সোনাগাজীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
প্রকাশিত: ৫-৯-২০২৫ বিকাল ৫:৪৬
ফেনীর সোনাগাজীতে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গোলাম মাওলা মানিক নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। আটককৃত মানিক চরচান্দিয়া গ্রামের ৫নং ওয়ার্ডের ফয়েজ আহমেদ এর ছেলে।
পুলিশ জানায়, মানিক এলজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। আজ সকালে ভুইয়ার হাট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দুইজন সহযোগী মাদক ব্যবসায়ী একই গ্রামের ৬ নং ওয়ার্ডের মৃত আবু তাহেরের ছেলে দুলাল হোসেন ওরফে বাটা দুলাল এবং মাইনকা মাঝির বাড়ির রুহুল আমিনের ছেলে আমির হোসেন মিস্টার পালিয়ে যেতে সক্ষম হয়।
উল্লেখ্য তারা সকলে উক্ত এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মডেল থানার অফিসার ইনচার্জ বায়েজীদ আকনের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বায়েজিদ আকন জানান, গোপন সংবাদে জানতে পারি একদল মাদক ব্যবসায়ী ভূঞার হাট এলাকায় মাদক বেচাকেনা করতেছে খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মানিক কে গ্রেফতার করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। উপরোক্ত ধৃত ও পলাতক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক আসামী মানিককে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদ্বয়কে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।