খালিয়াজুরীতে পানিতে ডুবে একজনের মৃত্যু
প্রকাশিত: ৫-৯-২০২৫ দুপুর ১:৫৩
নেত্রকোণার খালিয়াজুরীতে বোয়ালী গ্রামে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মকবুল হোসেন।
মৃত ব্যক্তি মিজান মিয়া( ২৮) অত্র উপজেলার বোয়ালী গ্রামের পুর্ব পাড়ার মোঃ রমজান মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত মিজান মিয়া ৫ সেপ্টেম্বর ( শুক্রবার) আনুমানিক সকাল সাড়ে ছয়টার সময় বোয়ালী বাজার সংলগ্ন জিয়াখড়া নদীতে গোসল করতে গেলে পানিতে ডুব দিতে গিয়ে পানিতে ডুবে যায়। মৃতের আত্মীয় জানায় মৃত মিজান মিয়া মৃগী রোগী ছিল। তাদের ধারণা গোসলের সময় হয়তবা মৃগী রোগে আক্রান্ত হওয়ায় পানি থেকে আর উঠতে না পারায় পানিতে পড়েই মৃত্যু হয়েছে।
স্থানীয় কয়েকজন জানান, মিজান মৃগী রোগে আক্রান্ত ছিল। সে কখনও নদীতে গোসল করতে যায় না। আজকে হঠাৎ করে সকালে বাজারের ঘাটে গোসল করতে পানিতে ডুব দিলে পানিতে তলিয়ে যায়। তখন উপস্থিত লোকজন পানিতে নেমে লাশ উদ্ধার করে থানায় খবর দেয়।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতের সুরৎহাল তৈরী করে এবং অভিভাবকদের কোন ধরণের অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।