চাঁদা না দেওয়ায় ভাঙচুর ভাইরাল মিজানের হোটেলে

news paper

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫-৯-২০২৫ দুপুর ১২:৫৯

120Views

রাজধানীতে ভাইরাল মিজানের হোটেলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে দোকানের এক কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

মিজানের অভিযোগ, স্থানীয় রাজনৈতিক নেতা টিটু দীর্ঘদিন ধরে তার কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকার করলে গতকাল রাতে দুর্বৃত্তরা দোকানে ভাঙচুর চালায় এবং মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় দোকানের এক কর্মীকে মারধর করা হয়।

এ ঘটনায় মিজান বলেন, “আমি কাউকে চাঁদা দেব না। যে কোনো মূল্যে আমার স্বল্পমূল্যের খাবারের দোকান চালিয়ে যাব।”

ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, ব্যবসায়ীদের ওপর এ ধরনের চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনা রাজনৈতিক প্রভাব খাটানোর স্পষ্ট উদাহরণ।


আরও পড়ুন