নড়াইলের হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের নতুন অধ্যক্ষ’র অভিষেক উপলক্ষে মতবিনিময় সভা

news paper

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ৫-৯-২০২৫ দুপুর ১১:৩২

16Views

নড়াইলের পিরোলী হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে জেষ্ঠ্য প্রভাষক আলমগীর হোসেনের দায়িত্ব গ্রহণ উপলক্ষে অভিষেক, মতবিনিময়, আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে নতুন অধ্যক্ষ’র অভিষেক ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোসাদ্দেক শাহরিয়ার বাবুর সভাপতিত্বে মত বিনিময় ও আলোচনা সভায় বক্তৃতা করেন আমেরিকার টেক্সাস বিএনপির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জহির,খড়রিয়া এজিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর কবীর, পিরোলী ফাজেল আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি মোহন বিশ^াস, খড়রিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবাশে^র হোসেন ভূঁইয়া, কলেজের জেষ্ঠ্য প্রভাষক শামসুর রহমান, কলেজ বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি আবু মুসা নোমান, বাস্তবায়ন কমিটির সদস্য ও কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ শেখ, প্রধান শিক্ষক প্রলয় কুমার ঘোষ,শিক্ষানুরাগী খলিলুর রহমান খলিল,পিরোলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলতাফ উদ্দিন আনসারী প্রমূখ। এ সময় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়,দাখিল মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  
বক্তারা বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেনের সুযোগ্য নেতৃত্বে হাবিবুল আলম বীরপ্রতীক কলেজটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান বক্তারা।মত বিনিময় সভা শেষে দোয়া মোনাজাত করা হয়।


আরও পড়ুন