ঘোড়াঘাটে ধানের ‌জমিতে কীটনাশক স্প্রে করতে গিয়ে এক কৃষকের মৃত্যু

news paper

মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট

প্রকাশিত: ৫-৯-২০২৫ দুপুর ১১:৩১

56Views

দিনাজপুরের ঘোড়াঘাটে তীব্র গরমে ধানক্ষেতে কীটনাশক ছিটানোর সময় হিট স্ট্রোকে ওয়ারেছ আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পালশা ইউনিয়নের ভাতছালা গ্রামে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত ওয়ারেছ আলী ওই এলাকার মৃত হবিবর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে ধানক্ষেতে কীটনাশক ছিটাতে যান। তবে সন্ধ্যা পর্যন্ত ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকেন।পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়দের সহায়তায় ধানক্ষেত থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতের ছোট ভাই মোস্তাক আহমেদ বাবলু জানান, “আমার বড় ভাই প্রচণ্ড রোদে মাঠে কাজ করতে গিয়েছিলেন। সন্ধ্যা হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় আমরা খুঁজতে গিয়ে ধানক্ষেতে মৃত অবস্থায় পাই। ঘটনাটি আমাদের পরিবারের জন্য ভীষণ শোকের।”
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “দুপুরে প্রচণ্ড গরমের মধ্যে জমিতে কাজ করতে গিয়েছিলেন ওয়ারেছ আলী। দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে যেকোনো সময় হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারিকভাবে তাঁর দাফনের প্রস্তুতি চলছে।


আরও পড়ুন