যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

news paper

মতিন গাজী, অভয়নগর

প্রকাশিত: ৪-৯-২০২৫ বিকাল ৫:৪৯

204Views

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মহাজ্জেরপাড়া মো: আজিজুর রহমান (৩৫) এর বাড়ির পেছন থেকে পরিত্যাক্ত অবস্থায় মাটির নিচ থেকে একটি নাইন এম এম পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে অভয়নগর আর্মি ক্যাম্প ও অভয়নগর থানা পুলিশের একটি টিম। অভয়নগর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সেনা সূএ জানায়, গোপন সংবাদের ভিওিতে বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তারা উপজেলার উড়োতলা  বারোয়াতলা নামক স্থানে রোমান জুট মিলের ১নং গোডাউনের পেছনে আজিজুর রহমান (৩৫) পিতা মৃত- খাজা মহিনউদ্দিন এর বাড়ির পেছনে মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করে । তবে এ বিষয়ে কারো কোন সম্পৃক্তা আছে কী না তা এখনো জানা যায়নি। এবং কোন আসামি গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভয়নগর আর্মি ক্যাম্প সূএ আরো জানান, সকল কার্যক্রম শেষে অভয়নগর থানায় অস্ত্র হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে অভয়নগর থানার সাব ইন্সপেক্টর " গোলাম রসুল "সকালের সময়কে" জানান যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে একটি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে তবে কোন আসামি গ্রেফতার করা সম্ভব হয়নি পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।


আরও পড়ুন