চিতলমারীতে বিএনপি’র স্থায়ী কার্যালয়ের উদ্বোধন
প্রকাশিত: ৪-৯-২০২৫ বিকাল ৫:১৮
বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ৩ আগস্ট বুধবার দুপুরে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ফিতা কেটে উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কার্যালয় উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এ কার্যালয় হবে চিতলমারী বিএনপি ও অঙ্গসংগঠনের সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দু। নেতৃবৃন্দ স্থানীয় জনগণের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।