সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি’র সরকার আসবে, তারেক রহমান হবেন প্রধানমন্ত্রীঃ ড. মারুফ হোসেন”

news paper

শরিফুল ইসলাম, দাউদকান্দি

প্রকাশিত: ৪-৯-২০২৫ দুপুর ৩:৪৯

100Views

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দাউদকান্দিতে বুধবার (৩ সেপ্টেম্বর) এক বিশাল মিছিল ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। উপজেলার শহিদ রিফাত পার্কে বিকেলে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
সমাবেশ শেষে শহিদ রিফাত পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা মডেল মসজিদের সামনে গিয়ে সমাপ্ত হয়। দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে আসতে থাকেন। মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, “১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। বিএনপি গণতন্ত্রের পক্ষের দল এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী।”
তিনি সরকারের উদ্দেশ্যে দাবি জানান, নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী সুষ্ঠু নির্বাচন দিতে হবে, যাতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে এবং দলের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
এসময় তিনি আরও বলেন, নির্বাচন কমিশন কর্তৃক সীমানা নির্ধারণ নিয়ে তার কোনো মন্তব্য নেই। কারণ কুমিল্লা-১ ও ২ আসনে বিএনপি’র সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন প্রার্থী হবেন।
সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহাম্মদ হোসেন তালুকদার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম,  যুগ্ন আহবায়ক মোঃ এনামুল হক সফর তালুকদার, যুগ্ন আহবায়ক এম এ আব্দুস সাত্তার, যুগ্ন আহবায়ক কামাল আহমেদ প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য সালাউদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন,যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ,  পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন, পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী,  যুবদল নেতা রোমান খন্দকার, রানা সরকার সহবিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ড. খন্দকার মারুফ হোসেন সমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানান।


আরও পড়ুন