শান্ত মারিয়াম ইউনিভার্সিটির ডিজিপি স্পোর্টস ক্লাব ফুটবল টুর্নামেন্ট'২৫ চ্যাম্পিয়ন “স্যাডো রাইডারস”
প্রকাশিত: ৪-৯-২০২৫ দুপুর ৩:২৭
গতকাল ৩ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার) শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র সরকার ও রাজনীতি বিভাগের আয়োজনে ছয়দিনব্যাপী “ডিজিপি স্পোর্টস ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৫” শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে শেষ হয়েছে। আন্ত-ব্যাচের মোট ছয়টি দল—গোল গেটরস, সেভন্টিন আলট্রাস, ওল্ফ ডিজিপি-২০, স্যাডো রাইডারস, ব্যাচ-২২ ও ডমিনেটরস—এই প্রতিযোগিতায় অংশ নেয়।
বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় গ্যালারিতে উপচে পড়া ভিড়ের সামনে মাঠে নামে ২১তম ব্যাচের “স্যাডো রাইডারস” এবং ১২-১৬তম ব্যাচের “গোল গেটরস”। শুরু থেকে আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে খেলা। ম্যাচের একমাত্র নির্ণায়ক গোলটি করে স্যাডো রাইডারস জয় নিশ্চিত করে এবং ১-০ ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। গোল গেটরসকে হতে হয় রানার্সআপ। খেলাটির রেফারির দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার পরিচালক মনিরুল ইসলাম।
ফাইনাল ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল তুমুল উত্তেজনা। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পতাকা, ব্যানার ও স্লোগানে খেলোয়াড়দের অনুপ্রাণিত করেন। খেলোয়াড়দের প্রাণবন্ত খেলা এবং দর্শকদের উৎসাহ টুর্নামেন্টকে একটি উৎসবমুখর পরিবেশে রূপ দেয়।
খেলা শেষে ট্রফি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকার ও রাজনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. এম মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর মোস্তাফিজুল হক এবং বিশেষ অতিথি ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শাহ-ই আলম।এছাড়া অনুষ্ঠানে ডীন, রেজিস্ট্রার, প্রক্টর, স্টুডেন্ট ওয়েলফেয়ার ডাইরেক্টর, বিভাগীয় প্রধানবৃন্দ, শিক্ষক-কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের দলগত চেতনা, নেতৃত্বের গুণাবলি এবং মানসিক দৃঢ়তা গড়ে তোলে। নিয়মিত ক্রীড়া কার্যক্রম শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক।”
টুর্নামেন্ট সফলভাবে পরিচালনা করেন ক্লাব ইনচার্জ, সরকার ও রাজনীতি বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর আবু তালহা বিন রেদওয়ান। তিনি জানান, শিক্ষার্থীদের আগ্রহ এবং সহযোগিতার কারণে এ আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
এভাবেই ফুটবল টুর্নামেন্ট-২৫ কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের মিলনমেলা ও সুস্থ বিনোদনের একটি বড় উৎসবে পরিণত হয়।