পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) জশনে জুলুছ উপলক্ষে খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
প্রকাশিত: ৪-৯-২০২৫ দুপুর ২:৩৫
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) জশনে জুলুছ উপলক্ষে প্রিন্ট ও ইলেকক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে আহলে সুন্নাত ওয়াল জামা'আত খাগড়াছড়ি জেলা শাখা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব হল বক্তারারুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি কাজী মাওলানা মো: আবু তাহের আনছারীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক সাজেদ মাহমুদ,সিনিয়র সহ-সভাপতি আবদুর রব রাজা,সহ-সভাপতি মাওলানা সালাউদ্দিন আল কাদেরী,সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার প্রমুখ।
আগামী ৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ শনিবার খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮ টায় গণজমায়েত। শাপলা চত্বর হয়ে আদালত সড়ক হয়ে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে চেঙ্গি স্কয়ার হয়ে মুঞ্চে এসে আলোচনা সভা,মিলাদ শরীফ ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হবে বলে জানান সংগঠনের নেতারা।
এতে আহলে সুন্নাত ওয়াল জামা'আত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) নিয়ে বক্তব্য তুলে ধরে দিবসটির তাৎপর্য্য তুলে ধরেন। পরে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার সমাপ্তি করা হয়।