বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

news paper

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ৩:৪৩

40Views

 বরগুনায় মৃত্যুর মিছিল যেন থামছেনা ফের আক্রান্ত হয়ে নারায়ন গোমোস্তা (৭৫) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে এ নিয়ে জেলায় মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জন।
গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর ) বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত নারায়ণ গোমস্তা বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামের বাসিন্দা। জেলায় নতুন আক্রান্তের সংখ্যা ৪০ জন।
বুধবার (৩ সেপ্টেম্বর ) বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ২৭ জন বেতাগী ১,বামনা ৩ এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১২৮ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৬ হাজার ১৭৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬  হাজার ৪৯ জন। এছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৮ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাহিরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ৩৭ জন এ নিয়ে বরগুনা জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে  ৪৫ জন।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, বর্ষা যতদিন থাকবে জেলার হাসপাতাল গুলোতে রোগীর সংখ্যা বাড়বে কমবে। তবে জেলার বিভিন্ন হাসপাতাল গুলোতে আক্রান্তের সংখ্যা শূন্যের কোটায় চলে আসছিলো এখন আবার তা বৃদ্ধি পাচ্ছে। কবে নাগাত ডেঙ্গু নির্মূল হবে তা বলা যাচ্ছে না। তবে সকলে সচেতন না হলে এখনো যে পরিমাণে বর্ষা হচ্ছে তাতে আরও আক্রান্তে সংখ্যা বাড়তে পারে।

আরও পড়ুন