নরসিংদীতে ১১০ বোতল ফেন্সিডিলসহ ৩ নারী গ্রেফতার

news paper

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ১:২৫

68Views

গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে নরসিংদীর বেলাব উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ডে ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন নামীয় একটি বাস থেকে ১১০ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সামছুল আলমের সার্বিক তত্ত্বাবধানে নরসিংদী "খ" সার্কেলের পরিদর্শক মোঃ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম এ অভিযান পরিচালনা করে। এসময় রীনা বেগম (৪০), মনিকা আক্তার (৩৫) ও রাশেদা আক্তার (২১) কে ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
পরিদর্শক মোঃ মোফাজ্জল হোসেন মামলার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বেলাব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
অভিযানকারী কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন