প্রধান প্রকৌশলী ( এলজিইডি)'র দায়িত্ব পেলেন- আনোয়ার হোসেন
প্রকাশিত: ২-৯-২০২৫ বিকাল ৬:১৫
ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া কৃতি সন্তান সদ্য পদায়ন প্রাপ্ত হিসাবে রুটিন দায়িত্বে প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও সুপার ব্রীজ প্রকল্পের পরিচালক মোঃ আনোয়ার হোসেন।
ছাত্রজীবনে তিনি অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে কলাতিয়া উচ্চবিদ্যলয় হতে ১৯৮১ সালে এসএসসিতে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। এইস এস সি তে আশানুরূপ ফল করাই তিনি ঢাকা বুয়েটে ভর্তি হন। বুয়েটের শিক্ষাজীবন শেষ করে তিনি প্রকৌশলী হিসেবে যোগদান করেন।
ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের নোন্দেরটেক,মুনসিনোয়াদা গ্রামে ২৬ শে অক্টোবর ১৯৬৬ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তার পিতার নামঃ মৃত আবুল কাশেম,মাতাঃ সুরাইয়া বেগম। তারা ৪ ভাই ও ১ বোনের মধ্যে তিনি তৃতীয় সন্তান। তিনি নিজেও দুই কন্যা সন্তানের জনক।
কর্মজীবনের তিনি অত্যন্ত চৌকসতার পরিচয় রেখেছেন। প্রধান প্রকৌশলী হিসেবে পদায়নের পূর্বে অতিরিক্ত প্রধান প্রকৌশল হিসেবে তিনি রুটিন দায়িত্বে সুপার ব্রিজের প্রকল্প পরিচালক ছাড়াও অতিরিক্ত দায়িত্ব হিসেবে ১৯/০৬/২৫ ইং তারিখ হতে অদ্যবদি পর্যন্ত পল্লী অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা (RIDM),পানি সম্পদ ব্যবস্হাপনা (IWRM) প্রকিউরমেন্ট অডিট নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেছেন আরো দায়িত্ব পালন করেন (CRelIC) প্রকল্পের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
কর্মজীবনে তিনি অত্যন্ত নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করায় আজকে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন বলে সকলের ধারণা। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সদালাপি, মিষ্টভাষি ও মার্জিত আচরণের মাধ্যমে সকল কর্মচারী এবং কর্মকর্তাদের সহিত পেশাগত ভাবে কথা বলেন। তিনার এই পদয়নের ক্ষেত্রে সন্তুষ্ট চিত্তে সকলেই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।