মধুখালীতে নবম শ্রেণীর ছাত্রী অপহরণ: ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ মোল্লা গ্রেফতার
প্রকাশিত: ২-৯-২০২৫ দুপুর ২:৩৪
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মির্জা কান্দি আরুয়াকান্দি উচ্চ বিদ্যালয় এর নবম শ্রেণীর এক ছাত্রী অপহরণের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর শহর থেকে ভিকটিমসহ তাকে আটক করা হয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান জানান, ভিকটিমের বাবা থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০২, তারিখ: ১/৯/২০২৫)। মামলায় উল্লেখ করা হয়, গত ৩১ আগস্ট রাত ৮টার দিকে ভিকটিম বাড়ির পাশে হাঁটতে বের হলে আর বাড়ি ফেরেনি। পরে জানতে পারেন, একই এলাকার মোঃ ফরিদ মিয়া (৩০), পিতা মোহাম্মদ রাজ্জাক মোল্লা, গ্রাম মাঝকান্দি—সহ কয়েকজন তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোক্তার হোসেন অভিযান চালিয়ে ফরিদপুর শহর থেকে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারী ফরিদ মোল্লাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। বর্তমানে ভিকটিম পুলিশ হেফাজতে রয়েছে এবং মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে। অন্যদিকে ফরিদ মোল্লাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে একইদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মধুখালী পৌরসভার গোন্দারদিয়া গ্রাম থেকে মাদকসেবী মোঃ পলাশ মোল্লা (৩০), পিতা মোঃ মজিবর মোল্লা-কে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকেও আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত ফরিদ মোল্লা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মধুখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।